২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ঢাবির ভিসি বাংলো ও টিএসসি থেকে ‍দুই নবজাতকের মরদেহ উদ্ধার

প্রতিদিনের ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের বাংলো থেকে একটি নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি বাইরে থেকে বাংলোর ভেতরে ছুড়ে ফেলা হয় বলে জানান সংশ্লিষ্টরা। একই দিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ফুটপাত থেকে আরও এক নবজাতকের মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান জানান, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ভিসির বাংলো থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ এটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে নিয়ে যায়। বাইরে থেকে কেউ ছুড়ে এটি বাংলোর আঙিনায় ফেলে বলেও জানান তিনি। ভিসি বাংলোর কেয়ারটেকার মোজাম্মেল হক জানান, হঠাৎ দেয়ালের অপর পাশে রাস্তা থেকে টুপ করে কিছু পড়ার শব্দ পান পরিচ্ছন্নতাকর্মীরা। তারা এগিয়ে দেখেন একটি ব্যাগ পড়ে আছে। তারা ভয় পান যে বোমা বা অন্যকিছু কিনা। পরে লাঠিজাতীয় কিছু দিয়ে একটু খুললে নবজাতকের মাথা বেরিয়ে আসে। পরে তারা আমাকে খবর দেয়।তিনি বলেন, দেয়ালের অপর পাশ থেকে কেউ এটা ছুঁড়ে দিয়েছে। ক্যাম্পাস উন্মুক্ত হওয়ায় অনেকেই তো রাস্তায় চলাচল করে। পরে আমরা পুলিশকে খবর দেই। তারা এসে মরদেহ নিয়ে গেছে। এদিকে শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. শাহাদত আলী জানান, টিএসসির পাশের ফুটপাত থেকে একদিন বয়সী (কন্যা) নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে সাদা ব্যাগে লাল কাপড়ে মোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুর দেড়টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। কে বা কারা মৃত নবজাতকটি ফেলে রেখে যায় তা জানা যায়নি বলেও জানান এসআই।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়