১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

তালা উপজেলা জামায়াতে আমির মফিদুল গ্রেফতার

শাহিনুর রহমান, পাটকেলঘাটা
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় নাশকতা মামলায় তালা উপজেলার জামায়াতে আমির মফিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদ পেয়ে খলিষখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ-ওসি বিপ্লব কুমার নাথ জানান, বুধবার বিকেলে গোপন সংবাদ পেয়ে খলিষখালী এলাকার দক্ষিণ পাড়া বাজার থেকে মফিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। মফিদুল ইসলাম খলিষখালী ইউনিয়নের কাটাখালী গ্রামের মৃত শেখ ইউসুফ আলীর ছেলে। তিনি তালা উপজেলা জামায়াত ইসলামী আমির হিসাবে দায়িত্ব পালন করছেন। ওসি বিপ্লব কুমার নাথ আরও জানান, এছাড়া তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়