রুহুল আমিন, দেবহাটা
দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন কমিটির উপদেষ্টা দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার অফিসার ইনচার্জ সেখ মাহমুদ হোসেন, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। সভায় উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, টাউনশ্রীপুর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মুজিবর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় সংবাদকর্মীরা বিজিবি সীমান্তের বিভিন্ন বিষয়ে কোন তথ্য দিতে চাইনা বলে সকলকে অবহিত করেন। সভায় সভাপতি বলেন, দেবহাটায় কোন বালু মহল ইজারা নেই, তাই যারা বালি উত্তোলন করবে তাদেরকে ধরে আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে নজরদারি বাড়ানোর বিজিবিকে আহবান জানান। এছাড়া ঐতিহাসিক ৭ই মার্চে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ঐ দিনটি পালন করার জন্য সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়।