প্রতিদিনের ডেস্ক
সন্দেশখালি নিয়ে বেফাঁস মন্তব্য করে নেটদুনিয়ায় প্রশ্নের মুখে নুসরাত জাহান। সংবাদমাধ্যমকে এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলে বসেন, সন্দেশখালিতে ‘১৭৪ ধারা’ চলছে। তাই সেখানে যাওয়া উচিত হবে না। এতেই তুমুল শোরগোল। জমি, ভেড়ি দখল ও নারী নির্যাতন। একের পর এক নালিশের পাহাড় সন্দেশখালিতে। নুসরাত বলেন, আমি কিন্তু এখনো পর্যন্ত দলের নির্দেশ মেনে চলি। কিন্তু ১৪৪ ধারা বলতে গিয়ে ১৭৪ ধারার কথা বলে ব্যাপকভাবে ট্রলড হচ্ছেন নুসরাত।