৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

ভুল স্বীকার করে তামিমের দুঃখপ্রকাশ

প্রতিদিনের ডেস্ক
বিপিএলের অব্যবস্থাপনা নিয়ে এমনিতেই সমালোচনার শেষ নেই। ফাইনালের আগেও সমালোচনা পিছু ছাড়লো না। দেশের এক নম্বর এবং সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, অথচ ফাইনালের আগের দিন ট্রফি নিয়ে ফটোসেশন অনুষ্ঠানে পাওয়া গেলো না দুই দলের অধিনায়ককে! নিয়ম অনুযায়ী ফাইনালের আগেরদিন টুর্নামেন্টের শিরোপা নিয়ে ফাইনালিস্ট দুই দলের অধিনায়ক অফিসিয়াল ফটোশ্যুট করার কথা। বিসিবি থেকে আগেরদিন ঘোষণাও দেয়া হয়েছিলো, বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার নবাব বাড়ি হিসেবে খ্যাত আহসান মঞ্জিলের সামনে দুই অধিনায়ক ট্রফি নিয়ে অফিসিয়াল ফটোশ্যুট করবেন। সেখানে ফাইনাল নিয়ে নিজেদের চিন্তা-ভাবনা, পরিকল্পনা- এসব নিয়ে মিডিয়ার সামনে বিস্তারিত কথা বলার কথা দুই অধিনায়কের। কিন্তু আহসান মঞ্জিলে দেখা গেলো ভিন্ন চিত্র। দুই ফাইনালিস্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশালের কোনো অধিনায়কই অফিসিয়াল ফটোশ্যুটে অংশ নেননি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লিটন দাসের বদলে এসেছেন জাকের আলি অনিক এবং ফরচুন বরিশালের তামিম ইকবালের অনুপস্থিতিতে অনুষ্ঠানে দেখা যায় মেহেদী হাসান মিরাজকে। চারদিকে এ নিয়ে সমালোচনা। এর মধ্যে দুঃখপ্রকাশ করলেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিশাল স্ট্যাটাস দিয়ে অনুষ্ঠানে যেতে না পারার কারণ ব্যাখ্যা করেছেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়