৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

১২ মামলায় বিএনপি নেতা ইশরাকের জামিন

প্রতিদিনের ডেস্ক
২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা পৃথক ১২ মামলায় জামিন পেয়েছেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। হাইকোর্টে এসব মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন ইশরাক হোসেন।
এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।
আইনজীবী এহসানুর রহমান বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পল্টন থানায় ৬টি, মতিঝিল থানায় ২টি ও ওয়ারী থানায় করা ১টি মামলায় ইশরাক হোসেনকে ছয় সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট। এরমধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়