প্রতিদিনের ডেস্ক
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানসাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানবেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহতদের দাফনের জন্য সরকার প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে সহায়তা দেবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।শুক্রবার (১ মার্চ) অগ্নিকাণ্ডের ঘটনাস্থল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকের এই তথ্য জানান তিনি।
মহিববুর রহমান বলেন, ‘এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত ও দুঃখজনক। যেকোনও দুর্যোগ মোকাবিলায় আমাদের সক্ষমতা রয়েছে। তবে এরকম ঘটনা যাতে না ঘটে, সে জন্য আমাদের সতর্ক থাকতে হবে।’
তিনি বলেন, ‘নিহতদের দাফনের জন্য সরকার প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা সহায়তা দিচ্ছে। পরে তাদের ক্ষতি বিবেচনায় পুনর্বাসনসহ অন্যান্য ব্যবস্থা সরকার নেবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘এরকম একটি ঘটনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সমগ্র জাতি মর্মাহত। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার সঙ্গে সঙ্গেই ঐক্যবদ্ধভাবে কাজ করছি।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা দোষী সাব্যস্ত হবে, তাদের কঠোর শাস্তি প্রদান করা হবে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের একটি ভবনে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।