২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ  । ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

অ্যাটলেটিকোকে হারিয়ে বিলবাওকে ফাইনালে তুললেন দুই ভাই

প্রতিদিনের ডেস্ক
সাত মৌসুমে প্রথমবার কোপা দেল রের সেমিফাইনালে উঠেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। ১০ বারের চ্যাম্পিয়নরা ২০১৩ সালের পর প্রথম কোনও ট্রফি জয়ের স্বপ্ন দেখছিল তারা। দুই ভাই ইনাকি ও নিকো উইলিয়ামস তাদের স্বপ্ন ভেঙে দিলেন। বৃহস্পতিবার মাদ্রিদ ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে দিলো অ্যাথলেটিক বিলবাও। ৪-০ গোলের অগ্রগামিতায় পাঁচ বছরে তৃতীয়বার এই কাপ টুর্নামেন্টের ফাইনালে তারা। কাউন্টার অ্যাটাক থেকে অ্যাটলেটিকোর সর্বনাশ করে দেয় আর্নেস্তো ভালভার্দের দল। ১৩তম মিনিটে ভাইয়ের ক্রস থেকে দুর্দান্ত ভলিতে গোলমুখ খোলেন ইনাকি। উপকারের প্রতিদান দিতে ভোলেননি বড় ভাই। ৪২তম মিনিটে নিকোকে দিয়ে গোল করান ইনাকি। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে বিলবাও। ৬১তম মিনিটে ফিরে আসা বল জালে জড়ান গোর্কা গুরুজেটা।
২৩টি শিরোপা নিয়ে কোপায় দ্বিতীয় সেরা দল বিলবাও। বার্সেলোনা তাদের চেয়ে আটটি বেশি ট্রফি নিয়ে শীর্ষে। আগের চার বছরে দুইবার ফাইনালে খেললেও বিলবাও সবশেষ শিরোপা জিতেছিল ১৯৮৪ সালে। তারা সোসিয়েদাদ ও বার্সার কাছে হেরে রানার্সআপ হয় ২০২০ ও ২০২১ সালে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়