১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

এখনও নতুন কোচ খোঁজা শুরু করেনি বার্সেলোনা

প্রতিদিনের ডেস্ক
ক্লাবের টানা ব্যর্থতায় প্রায় একমাসে আগে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন জাভি হের্নান্দেস। জানিয়েছেন মৌসুম শেষেই ছাড়বেন কাতালানদের। তবে এখনও নতুন কোচ খুঁজছে না তারা। ক্লাবটির পরিচালক ডেকো জানান, এখনও সময় হয়নি কোচ খোঁজার। মৌসুম শেষে বার্সেলোনা ছাড়বেন বলে ২৭ জানুয়ারি সংবাদমাধ্যমকে জানান জাভি। তখন নির্দিষ্ট কোনো কারণ না বললেও জানা যায় ক্লাব কর্তৃপক্ষের অসহায়তামূলক মনোভাবের কথা। এদিকে স্প্যানিশ কয়েকটি সংবাদমাধ্যম বলছে ইতোমধ্যে নতুন কোচ খোঁজা শুরু করেছে বার্সা। যদিও বিষয়টি উড়িয়ে দেন ডেকো। রেডিও কাতালুনিয়াকে বার্সা পরিচালক বলেন, ‘এটা নিয়ে কথা বলার কিছু নেই, কারণ আমরা এখনও নতুন কোচের খোঁজ শুরু করিনি। সেই সময় এখনও হয়নি। মৌসুম এখনও শেষ হয়নি। আমাদের সামনে আরও অনেক কিছু আছে।’ কোচ তাহলে কবে খুঁজবেন? এই প্রশ্নের জবাবে ডেকো জানান আগামী মৌসুমের দল ও পরিকল্পনা চূড়ান্ত করার পরই। পরিকল্পনা অনুযায়ী কোচ খুঁজার ইচ্ছে তাদের।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়