১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

মহেশপুরে জাতীয় বীমা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুস সেলিম, মহেশপুর
ঝিনাইদহের মহেশপুরে গতকাল শুক্রবার সকালে জাতীয় বীমা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে মহেশপুর উপজেলা পরিষদ চত্তর থেকে বীমা দিবসের এক বনাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রদান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দীন মিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, সাবেক ব্যাংকার হুমায়ুন কবির, ন্যাশনাল লাইফ ইনন্সেুরন্স লিমিটেডের কবির ইকবাল, এসবিকে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়