২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ  । ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

এবার গাউসুল আজম মার্কেটে অগ্নিকাণ্ড

প্রতিদিনের ডেস্ক
রাজধানীর নিউমার্কেট এলাকার গাউসুল আজম মার্কেটে অগ্নিকাণ্ড হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। পরে বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (২ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন এই তথ্য জানান। এর আগে বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুনের তথ্য পায় ফায়ার সার্ভিস। এরশাদ হোসেন জানান, নিউমার্কেট গাউসুল আজম মার্কেটের একটি দোকানে অগ্নিকাণ্ডের সংবাদে ঘটনাস্থলে দুইটি ইউনিট পাঠানো হয়। এরপর তাদের প্রচেষ্টায় ৪টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়