কেশবপুর সংবাদদাতা
যশোরের কেশবপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলন গতকাল শনিবার প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। সম্মেলনের সভাপতিত্ব করেন কেশবপুর শাখা সম্পাদক মফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি আইনজীবী আবুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মজনু। এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক অনুকূল চন্দ্র মন্ডল, মহিতোষ মন্ডল। সম্মেলন উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মফিজুর রহমান নান্নুকে সম্পাদক নির্বাচিত করা হয়।