৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

কোন দুই তরুণ ক্রিকেটারকে মনে ধরেছে তামিমের?

প্রতিদিনের ডেস্ক
সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তাদের মধ্যে ব্যাট হাতে তাওহিদ হৃদয় ও বল হাতে শরিফুল ইসলাম আলাদাভাবে নজর কেড়েছেন। এই দুইজনকে মনে ধরেছে তামিম ইকবালেরও।
ফাইনাল শেষে চ্যাম্পিয়ন অধিনায়কের কণ্ঠে ঝরেছে তাদের প্রশংসা। এই দুই তরুণকে নিয়ে তামিম বলেন, ‘শরিফুল খুবই ভালো বোলিং করেছে। হৃদয় তো দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। সে যখন রান করেছে, তখন দারুণ প্রভাববিস্তারী ছিল।’
আসরে ১৪ ম্যাচে প্রায় ৩৯ গড়ে ৪৬২ রান করেছেন তাওহিদ হৃদয়। যেখানে তিনি ব্যাটিং করেছেন প্রায় ১৫০ স্ট্রাইকরেটে। এক সেঞ্চুরির সঙ্গে দুটি ফিফটিও এসেছে তার ব্যাট থেকে। সেরা রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ দুইয়ে থেকে আসর শেষ করেছেন এই ব্যাটার।
শরিফুল আসরের সেরা উইকেট শিকারী হয়েছেন। অথচ তার দল ১২ ম্যাচে মাত্র একটিতে জিতেছে। দল ভালো করলে শরিফুলের নামের পাশে উইকেট সংখ্যাটা হয়তোবা আরেকটু বেশি থাকতে পারতো। বিপিএলের দশম আসরে মাত্র ১৫.৮৬ গড়ে শরিফুল পেয়েছেন ২২ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন ৮ এর কম।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়