চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছার পল্লীতে শিমুল হোসেন (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টায় চৌগাছা -মহেশপুর সড়কের উপজেলার হাজরাখানা যাত্রী ছাউনীর পাশে এ ঘটনা ঘটে। আহত শিমুল হোসেন আড়কান্দি গ্রামের মোহাম্মদ গাজীর ছেলে।
আহত শিমুল হোসেন জানান, তার নিজের প্লাটিনা ১১০ সি সি মোটরসাইকেলটি ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করেন। শুক্রবার সন্ধ্যা ৬ টার সময় আড়কান্দী থেকে অজ্ঞাত ২ যুবক হাজরাখানায় যাওয়ার কথা বলে তাকে ভাড়া করেন । পরবর্তীতে হাজরাখানা যাত্রী ছাউনির সামনে পৌঁছালে তাাাকেক ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে । শিমুল মাটিতেে লুটিয়ে পড়লে মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায় ওই দুই যুবক। পরে শিমুলকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বিএম শামছুর রহমান বলেন, শিমুলের নাকের উপর ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধীদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।