৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে আরামিট সিমেন্ট

প্রতিদিনের ডেস্ক:
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৫ থেকে ২৯ ফেব্রুয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে তালিকাভুক্ত কোম্পানি আরামিট সিমেন্ট লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসই’র সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসই’র সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে আরামিট সিমেন্ট লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ২৮.৮০ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম দাঁড়িয়েছে ২৫.৭০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ফান্ডটির ইউনিটের দাম ৩.১০ টাকা বা ১০.৭৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠেছে। ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শেয়ারের দাম সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ৯.৪৫ শতাংশ, ইনটেকের ৯.৪৩ শতাংশ, এস্কয়ার নিটের ৯.৩২ শতাংশ, জেমিনি সি ফুডের ৯.১১ শতাংশ, পাওয়ার গ্রিডের ৯.০২ শতাংশ, নূরানি ডাইংয়ের ৮.২০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৮ শতাংশ, আইবিবিএল দ্বিতীয় মুদ্রাবাদ পার্পেচ্যুয়াল বন্ডের ৭.৯৮ শতাংশ ও অলটেক্সের ৭.৬০ শতাংশ কমেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়