প্রতিদিনের ডেস্ক
বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে এই ফরচুন বরিশালের কাছে হেরেই বিদায় হয়ে যায় রংপুর রাইডার্সের। শুধু ওই ম্যাচেই নয়, সাকিব-তামিম দ্বৈরথের কারণে পুরো বিপিএলেই আলাদা রোমাঞ্চ ছড়িয়েছে এই দুই দলের লড়াই। তবে মাঠের লড়াই মাঠে। ক্রিকেটটা ভদ্রলোকের খেলা, সেটিই দেখালো রংপুর রাইডার্স। নিজেরা শিরোপা ছুঁতে না পারলে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের অভিনন্দন জানিয়েছে রংপুর ফ্র্যাঞ্চাইজি। শুক্রবার রাতে ফাইনালের পর রংপুরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বরিশালকে। তাছাড়া অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও পোস্ট করে বরিশালকে অভিনন্দন জানিয়েছে রংপুর। অভিনন্দন বার্তায় তারা লিখেছে, ‘রংপুর রাইডার্সের পক্ষ থেকে নতুন বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে ফুলেল শুভেচ্ছা।’