৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

কুষ্টিয়ায় ২ ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় নানা অনিয়ম, অসঙ্গতি ও নীতিমালা পরিপন্থী উপায়ে পরিচালিত দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৩ মার্চ) দুপুরে জেলা শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্য বিভাগ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে বাহার ডায়াগনস্টিক সেন্টার ও রয়েল ডায়াগনস্টিক সেন্টার নামে দুটি প্রাইভেট ক্লিনিককে এ জরিমানা করা হয়। অভিযানে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. মো. আকুল উদ্দিনসহ জেলা ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল জানান, অনিয়ম, অব্যবস্থাপনা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ বিধি বহির্ভূত উপায়ে ক্লিনিক চালানোয় ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়