৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা রাষ্টীয় মর্যাদায় দাফন

রুহুল আমিন, দেবহাটা
দেবহাটা উপজেলার কুলিয়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল গফফারের মৃত্যুতে দেবহাটা থানা পুলিশের একটি দল ও দেবহাটা এসিল্যান্ড কর্মকর্তা দিপা রানী সরকারের নেতৃত্বে ৩ মার্চ রবিবার বাদ যোহরের নামাজ শেষে কুলিয়া তার নিজস্ব বাসভবনে গার্ড অব অর্নার প্রদান করে। পরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭৫ বছর। গত সোমবার ঢাকায় অবস্থানরত ছেলের বাসায় বেড়াতে যান, মঙ্গলবার রাতে তিনি অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে অবস্থার অবনতি হলে বুধবার রাত্রে তাকে ঢাকা বারডে হাসপাতালে আই সি সি ইউ তে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হার্ট এ্যাটাক জনিত কারনে শনিবার ০২ মার্চ রাত ৯.১৫ মিনিটে মৃত্যু বরন করেন। (ইন্না ইলাহি ওয়া…….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,২পুত্র,১কন্যা সহ অসখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তার জানাযা নামাজে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু, জেলা সহকারী কমান্ডার আব্দুল মামুদ গাজী, সাতক্ষীরা জেলার বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা বি এম আব্দুর রাজ্জাক, দেবহাটা ডিপুটি কমান্ডার নাজমুস শাহাদাৎ দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি অহিদুজ্জামান উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিজয় কুমার ঘোষ, ভোমরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়