৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

‘পরিকল্পনা করে কিছু করি না’

প্রতিদিনের ডেস্ক
সর্বশেষ ‘ঝিলিক’ শিরোনামের একটি গানে দেখা গেছে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিককে। নিজের নামেই গানটি প্রকাশ হয় বছরের শুরুর দিকে। গানটির ভিডিওতেও তাকে দেখা যায় পারফর্ম করতে। এদিকে গত বছরের শেষের দিকে ইমরানের সঙ্গে ঝিলিকের দ্বৈত গান ‘জেনে যাও তুমি’ প্রকাশিত হয়ে প্রশংসিত হয়। সেখানেও ইমরানের সঙ্গে পারফর্ম করেছেন তিনি মিউজিক ভিডিওতে। এদিকে আরও বেশ কয়েকটি নতুন গানও ঝিলিকের তৈরি হয়ে আছে। এ গানগুলো বছরের নির্দিষ্ট সময় পরপর প্রকাশ হবে বলে জানালেন ঝিলিক। তিনি বলেন, পরিকল্পনা করে কিছু করি না আসলে। কারণ ভালো জিনিসগুলো দেখা যায় হুট করেই হয়ে যায়। তারপরও প্রকাশের জন্য বেশকিছু গান অপেক্ষায় আছে।
এ গানগুলো প্রকাশ হবে এক এক করে। আশা করছি ঈদেই নতুন গান পাবেন শ্রোতা-দর্শক। এদিকে ঝিলিক বর্তমানে তুমুল ব্যস্ত সময় পার করছেন স্টেজে। প্রায় প্রতিদিনই শো নিয়ে ব্যস্ত থাকছেন। তার এই শোয়ের ব্যস্ততা চলবে রমজানের আগ পর্যন্ত। ঝিলিক বলেন, দেশের বিভিন্ন স্থানে শো করেছি গত কিছুদিনে। খুব ভালো সাড়া পাচ্ছি এগুলো থেকে। আসলে ঢাকার বাইরে নিজের গানের জনপ্রিয়তাও যাচাই করা যায়। নিজেকে নিয়ে শ্রোতাদের সাড়াটাও বোঝা যায়। তাই ঢাকার বাইরে শো করতে বরাবরই ভালো লাগে আমার। ঝিলিক জানান, স্টেজের বাইরে বর্তমানে তিনি ব্যস্ত ঈদের টিভি অনুষ্ঠান নিয়েও। তাছাড়া স্টেজ ব্যস্ততাটা কমলে রমজান থেকেই তিনি নতুন গান রেকর্ডিংয়ের কাজও শুরু করবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়