প্রতিদিনের ডেস্ক
গোটা ভারতের নজর ছিল গুজরাটের জামনগরে। কেননা, শুক্রবার সকাল থেকেই জামনগরে তারকার মেলা। ভারতের অন্যতম ব্যবসায়ী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রি ওয়েডিং পার্টি যেন তারার দেশ। শুক্রবার রাতেই জমে উঠলো প্রি ওয়েডিং পার্টির প্রথম দিন। মঞ্চে পপ তারকা রিহানার গানে গোটা পার্টিতে ছড়িয়ে পড়লো উন্মাদনা। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আম্বানি পরিবারের ভিডিও। যেখানে দেখা গেল মঞ্চে রিহানার সঙ্গে পা মেলালেন মুকেশ আম্বানি, নীতা আম্বানি।