৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

বুয়েট ভর্তি পরীক্ষার বিভাগ নির্বাচন ও প্রবেশপত্র ডাউনলোড শুরু

প্রতিদিনের ডেস্ক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিতে প্রাক-নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণদের বিভাগ নির্বাচন (পছন্দমতো) ফরম পূরণ ও মূল ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে।
বুয়েটের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তিতে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে প্রতি শিফট থেকে যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় প্রথম থেকে তিন হাজারতম অবস্থানে থাকা শিক্ষার্থীরা মূল পর্বের পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন। প্রার্থীরা আজ রবিবার (৩ মার্চ) থেকে ৮ মার্চ বিকাল ৫টার মধ্যে বুয়েটের ওয়েবসাইটে বিভাগ নির্বাচন (পছন্দমতো) পূরণ করার পর মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।’
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়