প্রতিদিনের ডেস্ক
তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত। করেছেন ছবি প্রযোজনা ও পরিচালনাও। অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার এবং ববি দেওলের মতো তারকার সঙ্গে অভিনয় করেছেন দিব্যা খোসলা কুমার। তবে ১৯ বছরের সংসার নাকি ভেঙে ফেলতে চলেছেন অভিনেত্রী। বেশ কম বয়সে টি-সিরিজের কর্ণধার ভূষণকুমারকে বিয়ে করেন দিব্যা। কিন্তু হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম থেকে স্বামীর পদবি ‘কুমার’ সরিয়ে ফেলেছেন তিনি। জানা গেছে, সম্পর্কও ভালো যাচ্ছে না তাদের। দ্রুতই অভিনেত্রী বিচ্ছেদে যেতে চাইছেন।