জামিল হায়দার জনি, নলডাঙ্গা
নাটোরের বাগাতিপাড়ায় শিক্ষাসফরের যাত্রীবাহী বাসের ধাক্কায় এক সাইকেল আরোহী শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (০৩ মার্চ) সকাল সাড়ে ০৮ টার দিকে উপজেলার ফুলতলা এলাকার পাকা সড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ আরজেদ প্রামানিক(৫৫)। তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের জামনগর মোল্লাপাড়া এলাকার মৃত শুকুর প্রামানিকের ছেলে।পেশায় তিনি গাছ কাটা শ্রমিক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি কেজি স্কুলের শিক্ষার্থীরা রাজশাহীর বাগমারা থানার তাহেরপুর এলাকা থেকে আফফান-আলভি নামের বাসযোগে নাটোরের লালপুর গ্রীনভ্যালী পার্কে যাচ্ছিল। আপরদিকে নিহত শ্রমিক সাইকেলযোগে গাছ কাটার উদ্দেশ্যে মইলভাগ এলাকায় যাচ্ছিলেন। হঠাৎ বাসটি ওই সাইকেল আরোহী কে ধাক্কা দিলে তিনি পাকা সড়কে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ নেবার পথে তিনি মারা যান। এ ঘটনায় বাসের চালক এবং হেল্পার ঘটনাস্থল থেকে পালিয়ে যান তবে বাসটিকে স্থানীয়রা আটকে রেখে পুলিশে খবর দেন। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটিকে জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় দুর্ঘটনা জনিত একটি মামলা প্রক্রিয়াধীন।