১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

লক থাকা স্ক্রিনেও দেখা যাবে গুগল ম্যাপ

প্রতিদিনের ডেস্ক:
দিকনির্দেশনা দেখে গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে গুগল ম্যাপ এখন বেশ জনপ্রিয় একটি অ্যাপ। ব্যবহারকারীদের সুবিধার কথা চিন্তা করে প্রতিনিয়তই আসছে অ্যাপটিতে আসছে বিভিন্ন আপডেট এবং নতুন নতুন ফিচার। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ‘গ্ল্যানসিয়েবল ডিরেকশনস’ নামে নতুন একটি ফিচার এসেছে ম্যাপসে। এই ফিচারে ফোনের স্ক্রিন লক করা থাকলেও লকড পর্দাতেই গুগল ম্যাপ সরাসরি লকড স্ক্রিনের ওপরে দিকনির্দেশনা দেখাবে। সেই সঙ্গে গন্তব্যে পৌঁছাতে আনুমানিক সময়ের ধারণাও দেবে।তবে এই সুবিধাটি আপনা-আপনি চালু হবে না বলে জানিয়েছে গুগল। ফিচারটি চালু করতে চাইল সেটিংসে গিয়ে নেভিগেশন সেটিংসে যেতে হবে। এরপর সেখানে থাকা ‘গ্ল্যানসিয়েবল ডিরেকশনস হোয়াইল নেভিগেটিং’ টগলটি অন করে দিতে হবে।ফিচারটি চালু করা না থাকলে তাহলে ম্যাপসের কোনও তথ্য দেখা যাবে না, যদি ফোনের স্ক্রিন লক করা থাকে। আর এই ফিচারটি চালু করে নিলে এটি স্থায়ীভাবে চালু হবে। ফিচারটি বন্ধ করতে চাইলে সেটিংসের আবারও একই স্থানে গিয়ে টগলটি অফ করে দিলে তা বন্ধ হয়ে যাবে। আপাতত ফিচারটি সবার জন্য চালু হয়নি। তবে খুব তাড়াতাড়িই এটি সবার জন্য চালু হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়