২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

১৯ বছরে হয়রানির শিকার

প্রতিদিনের ডেস্ক
ভারতের অনেক অভিনেত্রীই এর আগে কাস্টিং কাউচ নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন নিজেদের একের পর এক হয়রানির ঘটনা। অনাকাঙ্ক্ষিত সেরকম ঘটনার মুখোমুখি হয়েছিলেন ভারতের ছোট ও বড় পর্দার অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডেও। সম্প্রতি এ অভিনেত্রী বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। অঙ্কিতা জানিয়েছেন, মাত্র ১৯ বছর বয়সেই হয়রানির শিকার হতে হয়েছিল তাকে। প্রযোজকের শয্যাসঙ্গী হওয়ার বিনিময়ে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তিনি জানান, ১৮-১৯ বছর বয়স থেকেই পর্দায় অভিনয় করার জন্য উঠেপড়ে লাগেন তিনি। বিভিন্ন জায়গায় অডিশন দিতে থাকেন। একটি দক্ষিণী সিনেমার জন্য অডিশন দিতে গিয়েছিলেন অঙ্কিতা। পরে তাকে ফোন করে জানানো হয়, অডিশনে তিনি পাস করেছেন।
তাকে ডেকে পাঠানো হয়। কিন্তু সেখানে গিয়ে অপ্রীতিকর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে। অঙ্কিতা বলেন, আমাকে ফোন করে জানানো হয়, আপনি অডিশন পাস করেছেন। আমি তো সেটা শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়ি! আমাকে বলা হয়েছিল, সেখানে গিয়ে চুক্তিপত্র চূড়ান্ত করতে। আমি চলে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আমাকে একটা আলাদা ঘরে ডেকে নিয়ে যান সিনেমার প্রযোজকের এক সহকারী। তিনি আমাকে বলেছিলেন, আমাকে এই কাজটা পেতে হলে আগে প্রযোজকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে। তবেই কাজ পাওয়া যাবে। এটা শোনার পর আমি সেখান থেকে চলে এসেছিলাম।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়