২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ইয়ারবাড দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে

প্রতিদিনের ডেস্ক:
বর্তমানে ওয়্যারেবল ইয়ারবাড খুবই জনপ্রিয়। কমবেশি সবাই কিনছেন বিভিন্ন সংস্থার এসব ইয়ারবাড। তারের ঝামেলার সঙ্গে সঙ্গে নানান ফিচারযুক্ত এসব ইয়ারবাড খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে। কীভাবে দীর্ঘদিন ইয়ারবাড ভালো রাখা যায় জানেন কি? যে কোনো ডিভাইস দীর্ঘদিন ভালো রাখতে যত্নের বিকল্প কিছুই নেই। জেনে নিন ইয়ারবাড দীর্ঘদিন ভালো রাখতে কী কী টিপস মানতে পারেন-
>> ইয়ারবাড দীর্ঘদিন ভালো রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, এটিকে সঠিক উপায়ে এবং সঠিক সময়ে চার্জ করা। যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মতো এটিকে ভালোভাবে চার্জ করুন। চার্জ একেবারে শেষ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। ২০ শতাংশের নিচে এলেই এবং ৯০ শতাংশ হলেই চার্জ খুলে ফেলুন। >> ধুলা, ময়লা, পানি থেকে দূরে রাখুন। যদিও এখনকার ইয়ারবাডগুলো ধুলো, ঘাম, পানি প্রতিরোধী। তারপরও চেষ্টা করুন এসব থেকে আপনার ইয়ারবাডটিকে দূরে রাখতে।>> সব সময় চেষ্টা করুন ব্যবহারের পর এটির কেসিংয়ে সংরক্ষণ করতে।>> নিয়মিত আপনার ইয়ারবাডটি পরিষ্কার করুন।>> পরিষ্কার স্থানে রাখুন। যত্রতত্র ফেলে রাখবেন না। এতে ইয়ারবাড যেমন নোংরা হবে তেমনি বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়