৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

ঝিনাইদহে হত্যা মামলায় ২জনের মৃত্যুদণ্ড

মোঃ-মহিউদ্দীন,ঝিনাইদহ
ঝিনাইদহে মশিউর রহমান হত্যা মামলায় আসামি লিটন বিশ্বাস ও মনিরুল বিশ্বাসকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়া এ দু’জনের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন। মামলা সুত্রে জানা যায়, ২০১৪ সালের ২৬ মে রাতে গভির রাতে ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে আন্দুলিয়া গ্রামের মশিউর রহমানকে ধারালো অস্ত্র, রড ও লাঠি দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে মারাত্মভাবে আহত করেন লিটন বিশ্বাস ও মনিরুল বিশ্বাস। আহত মশিউর রহমানকে হরিনাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পরের দিন ২৭ মে তারিখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি মশিউরকে। পরে নিহতের ভাই মতিয়ার রহমান ৯ জনের নাম উল্লেখ করে হরিণাকুন্ড থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় তদন্তকারী কর্মকর্তা এএসআই ব্রজেন কুমার দাশ প্রাথমিক সত্যতা পেয়ে ২০১৪ সালের ২৫ নভেম্বর মামলার অভিযোগপত্র দাখিল করেন। পরে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলার ১ নম্বর আসামি লিটন বিশ্বাস ও ২ নম্বর আসামি মনিরুল বিশ্বাসকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত। এছাড়াও এ দু’জনের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া বাকি আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়।মামলার প্রধান কৌশলী পিপি ইসমাইল হোসেন জানান, আমরা এ রায়কে স্বাগত জানাই। যারা দোষ করবে তাদের শাস্তি পেতে হবে। তাহলে সমাজে আইন অমান্যের ঘটনা ঘটবে না।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়