প্রতিদিনের ডেস্ক
গুগলের পিক্সেল ডিভাইসে শিগগিরই স্যাটেলাইটনির্ভর জরুরি বার্তা পাঠানোর সুবিধা যুক্ত হতে যাচ্ছে। ফিচারটি প্রথমে অ্যান্ড্রয়েড ১৪-এর জন্য ঘোষণা করা হয়েছিল। পিক্সেলের সর্বশেষ সফটওয়্যার আপডেটে স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বার্তা পাঠানোর ফিচারটি দেখা গেছে। খবর গিজচায়না।
গতানুগতিক সেল নেটওয়ার্ক বা ওয়াই-ফাই নেটওয়ার্ক ছাড়াই ফিচারটি স্যাটেলাইটের মাধ্যমে জরুরি পরিষেবাগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারবে। তাই ফিচারটি প্রত্যন্ত অঞ্চল বা দুর্গম এলাকায় ব্যবহারকারীদের দুর্ঘটনার সময় সহায়তা প্রদানে সক্ষম হবে বলে অভিমত সংশ্লিষ্টদের।
পিক্সেল ডিভাইসে সেটিংসের সেফটি অ্যান্ড ইমারজেন্সির অধীনে স্যাটেলাইট এসওএস নামে ফিচারটি যুক্ত করা হয়েছে। সেখানে ফিচারটি কীভাবে কাজ করে তার একটি ডেমো দেয়া হয়েছে। অপশনটিতে বলা হয়েছে, দ্রুত ও সমন্বিত প্রতিক্রিয়া নিশ্চিত করতে জরুরি সেবা প্রদানকারী ও স্যাটেলাইট কোম্পানিগুলোর সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করা হবে।
স্যাটেলাইট এসওএস অপশনে গারমিন সার্চ অ্যান্ড রেসকিউ ইন্স্যুরেন্সের কথা উল্লেখ করা হয়েছে। যার মাধ্যমে ফিচারটি ১৫০টির অধিক দেশে স্যাটেলাইট নেটওয়ার্ক কভারেজ পাওয়া যাবে। দুর্গম অঞ্চলগুলোয় স্যাটেলাইট কল ব্যবহারকারীদের জন্য এটি একটি নির্ভরযোগ্যতা ফিচার হবে বলে আশা করছে গুগল।