প্রতিদিনের ডেস্ক
বগুড়ায় মাটি খুঁড়তে গিয়ে তিনটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে শহরের স্টাফ কোয়ার্টার এলাকা থেকে এসব গ্রেনেড উদ্ধার করা হয়।বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান স্বাধীন জানান, কিছুদিন ধরে বাড়িতে সংস্কার কাজ চলছে। বাড়ির পাশ থেকে মাটি নেওয়ার জন্য খুঁড়তে গিয়ে একসঙ্গে তিনটি গ্রেনেড পাওয়া যায়। পরে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে তারা গ্রেনেডগুলো উদ্ধার করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, অবিস্ফোরিত তিনটি গ্রেনেডসদৃশ বস্তু পাওয়া গেছে। মনে হচ্ছে এগুলো অনেক পুরোনো। বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে এগুলো নিষ্ক্রিয় করা হবে।