৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

রাইজেন সেভেনসহ জিপিডির নতুন গেমিং হ্যান্ডহেল্ড ডিভাইস

প্রতিদিনের ডেস্ক
উইন মিনি হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসের আপডেট ভার্সন বাজারজাত করতে যাচ্ছে জিপিডি। ২০২৪ সালের এ সংস্করণে এএমডির রাইজেন ৮০০০ সিরিজের এপিইউ ব্যবহার করা হতে পারে বলে জানা গেছে। খবর গিজমোচায়না।
প্রাপ্ত তথ্যানুযায়ী, নতুন উইন মিনিতে রাইজেন সেভেন ৮৮৪০ইউ বা রাইজেন ফাইভ ৮৬৪০ইউ প্রসেসর ব্যবহার করা হতে পারে। প্রযুক্তিবিদদের মতে, এ প্রসেসরগুলো ব্যবহারের মাধ্যমে গেম খেলাসহ অন্য কাজ করার ক্ষেত্রে বেশি গতি ও শক্তি পাওয়া যাবে। প্রসেসরগুলোয় এএমডির এক্সডিএনএ এআই-কোর প্রযুক্তি ব্যবহার করায় কম্পিউটিংয়ে বেশি সক্ষমতা পাওয়ার বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।
নতুন মডেলের উল্লেখযোগ্য একটি উন্নয়ন হচ্ছে এর ডিসপ্লে। বর্তমানে এতে ৭ ইঞ্চির ১০৮০ পিক্সেলের এলটিপিএস ডিসপ্লে দেয়া হয়েছে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং এতে ফ্রিসিঙ্ক প্রিমিয়াম ও ভেরিয়েবল রিফ্রেশ রেট (ভিআরআর) ফিচার রয়েছে।
ডিসপ্লের সুরক্ষায় গরিলা গ্লাস সিক্স যুক্ত করা হয়েছে। তবে ২০২৪ সালের মডেল থেকে অকুলিংক পোর্ট সরিয়ে নেয়া হয়েছে। আগের ভার্সনে এক্সটার্নাল গ্রাফিকস প্রসেসিং ইউনিট ব্যবহারের সুবিধার্থে এ পোর্ট দেয়া হয়েছে। তবে নতুন ভার্সনে ইউএসবি ফোর কানেকশনে এ সুবিধা পাওয়া যাবে।
প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, একটি ক্যাম্পেইনের মাধ্যমে উইন মিনি ২০২৪ ভার্সনের ডিভাইস বাজারজাত করবে জিপিডি। রাইজেন সেভেন ৮৮৪০ইউ প্রসেসর, ৩২ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ৮৭৯ ডলার থেকে শুরু হবে। এরপর ৫১২ জিবি বা ২ টেরাবাইট এসএসডি স্টোরেজ সুবিধাযুক্ত ভার্সনও কেনা যাবে। আনুষ্ঠানিকভাবে নতুন ডিভাইস বাজারজাতের বিষয়ে জিপিডির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়