২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ঝিনাইদহে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণ

মোঃ মহিউদ্দীন, ঝিনাইদহ
ঝিনাইদহে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসং¯হান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায় ১০০ কিশোরীকে সচেতনতামুলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০.০০টায় ঝিনাইদহ সদর উপজেলার এম,কে মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি)। এম,কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজীয়া আক্তার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার,সদর,ঝিনাইদহ,অনুপম দাস ,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, সদর, ঝিনাইদহ, নিউটন বাইন, উপজেলা প্রকল্প অফিসার, সদর,ঝিনাইদহ, মোহাম্মদ মাহফুজার রহমান, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, মোঃ সোহেল রানা, সহকারী পল্লী উন্নয়ন অফিসার (অঃদাঃ), শিবানী দেবনাথ, অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক, মোঃ-টিপু সুলতান সহকারি শিক্ষক অত্র বিদ্যালয়, বিআরডিবির মাঠ সংগঠক রহিমা খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অথিতিবৃন্দ বলেন বিদ্যালয়ে কিশোরী ক্লাবের উদ্দেশ্য হলো কিশোরীদের সঞ্চয়ী মনোভাব গড়ে উঠানোসহ বাল্য বিবাহ রোধ,নারী নির্যাতন,নেতৃত্ব বিকাশএবং ইভটিজিং প্রতিরোধসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে ১০০ কিশোরীদের মাঝে শিক্ষা উপকরণ খাতা -কলম ও স্বা¯হ্য সুরক্ষায় স্যানেটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

 

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়