২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

দেবহাটা উপজেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

রুহুল আমিন, দেবহাটা
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ও দলীয় কর্মকান্ড গতিশীল করতে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মুজিবর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় এ সভা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাড. গোলাম মোস্তফা, সহ-সভাপতি শরৎচন্দ্র ঘোষ, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আলী মোর্তোজা মোহাম্মদ আনোয়ারুল হক, যুগ্ম-সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী মোল্যা, আসাদুল ইসলাম ও মনিরুল ইসলাম মনি, প্রভাষক শেখ শরিফুল ইসলাম পলাশ, আব্দুর রউফ, আবুল কাশেম, আবু বকর গাজী, শেখ মারুফ হোসেন, রুহুল কুদ্দুস, বিধান বর্মন, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, মাহমুদুল হক লাভলু, চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ আওয়ামী লীগের সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ও দলীয় কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়। এদিকে নিজেকে সম্ভব্য উপজেলা চেয়ারম্যান পদ থেকে প্রার্থীতা থেকে সরিয়ে নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়