৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

নতুন জ্ঞান অনুসন্ধানে গবেষকদের প্রতি আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের

প্রতিদিনের ডেস্ক:
গতানুগতিকতার বাইরে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন নতুন জ্ঞানের অনুসন্ধান করার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান। তিনি বলেন, একজন গবেষককে নিবেদিতপ্রাণ হয়ে গবেষণা কর্ম সম্পাদন করতে হবে। নতুন নতুন জ্ঞানের অনুসন্ধান করতে হবে। যতক্ষণ না একজন গবেষক পরিপূর্ণভাবে পাঠে মনোনিবেশ না করবেন, ই-বুক, ই-জার্নাল অ্যাকসেস নিশ্চিত না করবেন, ততক্ষণ তিনি সফল হবেন না।সোমবার (৪ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে পিএইচডি, এমফিল, এমফিল লিডিং টু পিএইচডি, অ্যাডভান্সড এমবিএ, এমএএস প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এ আহ্বান জানান উপাচর্য। বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মশিউর রহমান নতুন গবেষকদের নিজ হাতে রজনীগন্ধ্যা ফুল দিয়ে বরণ করেন। তিনি আরও বলেন, আপনাদের দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন আনতে হবে। যে বিশ্ববিদ্যালয় নতুন জ্ঞান সৃষ্টি করবে, সেটিকে প্রতিরোধ করার শক্তি কারও নেই। আর এই জ্ঞান সৃষ্টির মূল কারিগর গবেষকরা। উপাচার্য বলেন, গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করতে হবে। এ জন্য যা করা দরকার, তার সবটুকু আমরা করবো। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। কিন্তু মানসম্মত গবেষণার জন্য কোনও সংকট থাকবে না। সব করা হবে। আমি বিশ্বাস করি, জাতীয় বিশ্ববিদ্যালয় দেশমাতৃকার প্রতি অঙ্গীকার নিয়ে কাজ করে। এ ছাড়া সমাজের প্রতি, প্রজন্মের প্রতি ও বিশ্বজ্ঞান সৃষ্টির প্রতি অঙ্গীকার রয়েছে। আসুন সবাই মিলে জাতীয় বিশ্ববিদ্যালয়কে গবেষণার ক্ষেত্রে পরিণত করি। এটি শুধু পাঠদান প্রতিষ্ঠান নয়, গবেষণার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বিন কাশেমের সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নিজামউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম হাওলাদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান শাহীন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ বিভিন্ন একাডেমিক কমিটির চেয়ারম্যান ও প্রশাসনিক দফতরের বিভাগীয় প্রধান ও নবাগত গবেষকরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়