২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

পাইকগাছায় বিষয়ে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মশালা

মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
পাইকগাছায় আইইএম ইউনিট ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে পুষ্টি,প্রজনন স্বাস্থ্য ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা বিষয়ে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে সকাল ১০ বিকেল ৪ টা পর্যন্ত ৬০ জন শিক্ষার্থীরা সচেতনতামূলক কর্মশালায় অংশগ্রহণ করে। পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পঃপঃ কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শামসুদ্দিন মোল্লা, মিজানুর রহমান মনিটরিং অফিসার আইইএম পঃপঃ অধিদপ্তর ঢাকা, উপজেলা পঃপঃ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,মা ও শিশু স্বাস্থ্য মেডিকেল অফিসার ডাঃ অর্পন রায়, উপজেলা একাডেমি সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পঃপঃ পরিদর্শক রাজীব কুমার গাঙ্গুলী,জাহিদুর রহমান, টি.এফ.পি.এ বাসুদেব মন্ডল, সঞ্জয় সরকার। এসময় শিক্ষার্থীদের মাঝে পুষ্টি, প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ে সতর্কীকরণ ভিডিওচিত্র পরিদর্শন করানো হয়। কর্মশালায় পুষ্টি, প্রজনন স্বাস্থ্য ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা বিষয়ে বিশেষ ধারণা দেওয়া হয় যা তাদের নিজেকে গঠন ও সচেতন করে তুলবে বলে শিক্ষার্থীরা জানায়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়