প্রতিদিনের ডেস্ক:
আসন্ন রমজান মাসের শুরুতে ৭ থেকে ২১ মার্চ পর্যন্ত সারা দেশের সব মাদ্রাসায় পাঠদান কার্যযক্রম চলবে। মঙ্গলবার (৫ মার্চ) এ সংক্রান্ত আদেশ জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর। এর আগে, ছুটির তালিকা সংশোধন করে স্কুল ও কলেজের জন্য রমজান মাসের শুরুতে পাঠদান কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের আদেশের পর মাদ্রাসা শিক্ষা অধিদফতর ছুটি সংশোধন করে। কারিগরি ও মাদ্রাসা বিভাগের সংশাধিত ছুটি আদেশে বলা হয়েছে, দেশের তিনটি সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসগুলোর জন্য ২০২৪ সালের ছুটির তালিকা আংশিক সংশোধন করে ৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত ১৫ দিন শ্রেণি কার্যক্রম চালুর রাখার বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি জানানো হলো।