প্রতিদিনের ডেস্ক
নজরুল সংগীতশিল্পী ড. লীনা তাপসী খানের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলা সংগীত উৎসব’। আইসিবিএম’র (ইন্টারন্যাশনাল সেন্টার ফর বেঙ্গলি মিউজিক) ব্যানারে আগামী ৬ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বসবে এ উৎসবের আসর। লীনা তাপসী খান নিজেই আইসিবিএম’র প্রতিষ্ঠাতা। এ উৎসবে নজরুলসংগীত ও রবীন্দ্রসংগীত পরিবেশনার পাশাপাশি বাংলা গানের বিভিন্ন ধারা এবং গবেষণামূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হবে।