২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

জামিন পেলেও মুক্তি মিলছে না ডেসটিনির এমডি রফিকুলের

প্রতিদিনের ডেস্ক
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির প্রায় এক হাজার ৮৬১ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনকে পাসপোর্ট জমা রাখার শর্তে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। আইনজীবীরা জানিয়েছেন, রফিকুলের বিরুদ্ধে আরও মামলা বিচারাধীন থাকায় তিনি এখনই কারামুক্ত হতে পারছেন না।
জামিন সংক্রান্ত আবদনের শুনানি নিয়ে বুধবার (৬ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদাত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
তিনি বলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে দেওয়া ১২ বছরের কারাদণ্ড এবং দুই হাজার ৩০০ কোটি টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের সাজা খাটা শেষ হওয়ায় তার জামিন মঞ্জুর করেছেন উচ্চ আদালত।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়