২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

সিরিজ রক্ষার ম্যাচ; বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রতিদিনের ডেস্ক
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হারলেও বীরত্ব দেখিয়েছে বাংলাদেশ! ২০৭ রানের পাহাড়সম টার্গেট টপকাতে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারিয়েও ২০৩ রান করেছিলেন টাইগাররা। শেষ ওভারে ম্যাচ বাংলাদেশের হাতেই ছিল। কিন্তু স্বীকৃত ব্যাটারের অভাবে শেষ রক্ষা হয়নি। হার দিয়ে সিরিজ শুরু করেছে স্বাগতিকরা। আজ সিলেটে লঙ্কানদের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ খেলতে নামছে লাল-সবুজরা। সিরিজে সমতা ফেরাতে হলে জয়ের বিকল্প নেই।
যে কারণে বাংলাদেশের সামনে একটা বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে। এই চ্যালেঞ্জের ম্যাচে অবশ্য একাদশে নাও আসতে পারে পরিবর্তন। শেষ ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে চন্ডিকা হাথুরুরসিংহের শিষ্যরা। এদিকে লঙ্কান শিবিরেও দেখা যেতে পারে শেষ ম্যাচের খেলোয়াড়দেরই।
তবে শেষ ম্যাচে একাদশে পরিবর্তন না এলেও চাপ থাকবে বেশি। আগেরদিন লিটন, শান্ত, সৌম্য, তাওহীদ হৃদয়রা হতাশ করেছিলেন দলকে। সিরিজ বাঁচানোর ম্যাচে নিশ্চয়ই তাদের কাছ থেকে ভাল ব্যাটিং প্রত্যাশা করবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিশেষ করে অধিনায়ক নাজমুল শান্তর দিকে থাকবে বাড়তি নজর।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ:
লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা দলের সম্ভাব্য একাদশ:
আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, আকিলা ধানাঞ্জয়া, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়