২৫শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৯ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

সাদা শার্ট পরা বহিরাগতদের বিরুদ্ধে ভোটারদের উত্ত্যক্তের অভিযোগ

প্রতিদিনের ডেস্ক:
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দুই দিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটের প্রথম দিন বুধবার (৬ মার্চ) ভোট চলাকালে বহিরাগতদের এনে মহড়া দেওয়ার বিষয়ে বিপক্ষ একজন সম্পাদক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আওয়ামীপন্থি সাদা প্যানেলের সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাদা শার্ট পরা বহিরাগত ব্যক্তিদের এনে ভোটারদের উত্ত্যক্ত করা হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনে অন্তরায়।পরে অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সেখান থেকে বের করে দেয়। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। নির্বাচন কেন্দ্র করে সরকার সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলসহ প্রত্যেক প্রার্থীর পক্ষে সমর্থক আইনজীবীরা ক্যাম্পেইন করছেন। সাদা প্যানেলের আইনজীবীদের মাথায় সাদা ক্যাপ এবং নীল প্যানেলের আইনজীবীদের মাথায় শোভা পাচ্ছে নীল ক্যাপ। উভয়পক্ষের প্রার্থীরা ভোটারদের কাছে ভোট চাইছেন। সকাল থেকে শত শত আইনজীবী ভোটারের দীর্ঘ সারি দেখা গেছে। সেখানে এক প্রার্থীর পক্ষে এমন ব্যক্তিরাও ভোট চাইছেন, যারা আইনজীবী নন। তাদের গায়ে সাদা শার্ট। সাংবাদিকরা ওই ব্যক্তিদের ছবি তুলতে গেলে তারা তেড়ে আসেন, ছবি তুলতে বাধা দেন। বার নির্বাচন, সাদা শার্ট পরা বহিরাগতদের বিরুদ্ধে ভোটারদের উত্ত্যক্তের অভিযোগ সুপ্রিম কোর্ট বারের একজন নিরাপত্তা কর্মচারী জানিয়েছেন, নির্বাচন ঘিরে অনেক বহিরাগত এসেছেন, যাদের অনেককেই তিনি চেনেন। তারা আসলে কেউ আইনজীবী নন।এদিন সাদা শার্ট পরা ব্যক্তিদের দীর্ঘ সারি দেখা যায় সুপ্রিম কোর্টের মাজার গেটের সামনেও। এরই মধ্যে নির্বাচন কমিশনারের কাছে বহিরাগতদের বের করে দেওয়ার জন্য আবেদন করেন সাধারণ সম্পাদক প্রার্থী শাহ মঞ্জুরুল হক। চিঠি পাওয়ার পর নির্বাচন কমিশনার বহিরাগতদের বের করে দেওয়ার উদ্যোগ নেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও আইনজীবীরা তাদের দ্রুত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বলেন। পরে বহিরাগতরা চলে যান।নির্বাচনে ভোটারদের উত্ত্যক্ত করার অভিযোগ এনে বহিরাগতদের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরিয়ে দেওয়ার আবেদন করেন শাহ মঞ্জুরুল হক। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বরাবর তিনি এ আবেদন করেন।আবেদনে তিনি লিখেন, একজন সম্পাদক পদপ্রার্থীর পক্ষে বেশকিছু লোক যারা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য কিংবা ভোটার নন তারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিশেষ অঙ্গভঙ্গির মাধ্যমে মহড়া দিচ্ছে এবং ভোটারদের লাইনে দাঁড়িয়ে তাদের উত্ত্যক্ত করার চেষ্টা করছে, যা সুষ্ঠু নির্বাচনে অন্তরায়। তিনি বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমিতির সদস্য কিংবা ভোটার ব্যতীত অবাঞ্ছিত/বহিরাগত ব্যক্তিদের দ্রুত অপসারণ করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে দ্রুত পদক্ষেপ কামনা করছি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়