প্রতিদিনের ডেস্ক
একদিকে অভিনেতা ইমরান হাশমি এবং অন্যদিকে বাঙালি অভিনেত্রী মৌনি রায়। দু’জনকে শিগগিরই একই ফ্রেমে দেখা যাবে। ভক্তরা ‘শোটাইম’ ওয়েব সিরিজে আবারো ইমরানের ‘সিরিয়াল কিসার’ আবতার দেখতে পাবেন। এরইমধ্যে তার এক ঝলক ইতিমধ্যেই সামনে এসেছে। ধারাবাহিকে মৌনি রায়কে চুম্বন করতে দেখা গেছে অভিনেতাকে। এরইমধ্যে তাদের এই ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল হয়েছে।

