১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ঢাবির আইএনএফএস অ্যালামনাইয়ের নতুন পর্ষদ

প্রতিদিনের ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট (আইএনএফএস) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যকর পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইনস্টিটিউটের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. সাইমুমুজ্জামান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চতুর্থ ব্যাচের শিক্ষার্থী মো. জাহিদ মনির। নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন চৌধুরী তাসনিম হাসিন ও আরিফুল কবির সুজন এবং মো. সাইফুল ইসলাম মজুমদার যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া মো. হাবিবুর রহমান (সাংগঠনিক সম্পাদক), সাদিয়া সবুর (দপ্তর সম্পাদক), মো. ওমর ফারুক পলাশ (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), মো. ইউনুস আলী (ক্রীড়া সম্পাদক) এবং নিয়াজ মোর্শেদ সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাহী কমিটির সদস্য হয়েছেন মো. আলমগীর হাসান কবির, আখতার জাহান বীথি, মোজাম্মেল হক ভূঁইয়া (হিমু), মো. তারেক হোসেন শিমুল, খালেদা হোসেন মুন, মো. রায়হান সরকার, মো. নাহিয়ান রহমান, ভুলোন প্রসাদ সান্নু, মো. মারুফ এলাহী, মো. রায়হানুল ইসলাম।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়