১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

‘আনন্দের পাশাপাশি টেনশনও লাগছে’

প্রতিদিনের ডেস্ক:
নায়িকা হিসেবে সিনেমা অভিষেকের অপেক্ষায় আছেন মন্দিরা চক্রবর্তী। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে প্রকাশিত সিনেমার গান ও টিজারে কাজলরেখা রূপে প্রশংসিত হয়েছেন মন্দিরা। এবার এ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে রোজার ঈদেই। আর এর মাধ্যমে অপেক্ষার অবসান হচ্ছে মন্দিরার। যদিও এরইমধ্যে নিজের দ্বিতীয় ছবির শুটিংও করেছেন এ অভিনেত্রী। তবে প্রথম ছবিটিতে দর্শকদের সাড়ার অপেক্ষায় রয়েছেন তিনি। গিয়াস উদ্দিন সেলিম মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন। এটি মূলত একটি রূপকথার গল্প, যেটি ৪০০ বছর আগের গল্প। অনেক অপেক্ষার পর অবশেষে ঈদে আসছে ‘কাজলরেখা’।
প্রত্যাশা কেমন? কি মনে হচ্ছে? মন্দিরা বলেন, অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। অবশেষে ঈদে মুক্তি পাচ্ছে ছবিটি। আনন্দ লাগছে আবার পাশাপাশি টেনশনও কাজ করছে। সেটা কেন? এ অভিনেত্রী বলেন, নিজের প্রথম ছবি। দর্শক কীভাবে নেবে সেটা নিয়েই টেনশন। যদিও নিজের সর্বোচ্চটা দিয়েই আমরা কাজ করেছি। আত্মবিশ্বাসও আছে। তারপরও টেনশনটা থেকেই যাচ্ছে। ঈদে প্রথম ছবি মুক্তি পাওয়াটাও তো বড় বিষয়? মন্দিরা হেসে বলেন, হ্যাঁ। তাতো অবশ্যই। আমি ঈদে অনেক ভালো ছবি মুক্তি পেতে যাচ্ছে। আমাদের সুপারস্টার শাকিব ভাইয়ের ছবিও মুক্তি পাবে। তবে আমাদের ছবির প্রেক্ষাপটটা ভিন্ন। ৪০০ বছর আগের গল্প। তাছাড়া গিয়াস উদ্দিন সেলিম ভাই কেমন নির্মাণ করেন সেটা সবারই জানা। এটা তার ড্রিম প্রজেক্টও। দ্বিতীয় ছবির অবস্থা কি? মন্দিরা বলেন, দ্বিতীয় ছবির কাজ প্রায় শেষ। ‘নীলচক্র’ ছবিতে আরিফিন শুভ ভাইয়ের সঙ্গে কাজ করেছি। আর প্রথমটিতে শরিফুল রাজের সঙ্গে। এটা আমার জন্য বড় পাওয়া। সামনে হয়তো আরও ভালো কিছু হবে। নতুন ছবি বিষয়েও কথা হচ্ছে। তবে এখনই সেটা বলতে চাচ্ছি না। দুটি ছবিতে কাজ করা হয়েছে। কেমন মনে হচ্ছে ইন্ডাস্ট্রি? এ অভিনেত্রী বলেন, একটু কঠিন। কারণ প্রস্তাব অনেক আসে। কিন্তু সিলেক্ট করাটা গুরুত্বপূর্ণ। আমি সব ছবি করছি না। বেছে বেছে কাজ করার চেষ্টা করছি। আশা করছি পরের ছবি আরও ভালো কিছু হবে। ‘কাজলরেখা’ সিনেমায় মন্দিরা, রাজ ছাড়াও অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ অনেকে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়