২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

রাজধানীতে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

প্রতিদিনের ডেস্ক
রাজধানীর উত্তর মুগদায় ছুরিকাঘাতে পিয়াস ইকবাল নুর (২৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি কবি নজরুল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় তার বন্ধু শামীম (২৪) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নুরের বাবা ইকবাল হোসেন জানিয়েছেন, কবি নজরুল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুর রাতে মুগদা লিটন এঞ্জেল গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়