১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ক্রসবিটস নিয়ে এল নতুন এভারেস্ট স্মার্টওয়াচ

প্রতিদিনের ডেস্ক:
এভারেস্ট নামে একটি নতুন স্মার্টওয়াচ বাজারে এনেছে ক্রসবিটস। স্মার্টওয়াচটির বডি তৈরিতে অ্যালুমিনিয়াম ফ্রেমের সঙ্গে দেয়া হয়েছে টাইটেনিয়ামের মেটাল ফিনিশিং। কোম্পানির তথ্যানুযায়ী, স্মার্টওয়াচটি আইপি৬৭ রেটিংপ্রাপ্ত। ফলে ধুলোবালি ও পানির ঝাপটা থেকে এটি সুরক্ষিত থাকবে। এভারেস্ট স্মার্টওয়াচটিতে রয়েছে ১ দশমিক ৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। যার পিক্সেল রেজল্যুশন ৪৬৬x৪৬৬ এবং পিক ব্রাইটনেস ৮৫০ নিটস। এর সঙ্গে ৫০০টিরও বেশি কাস্টমাইজ ডিজাইনের ওয়াচ ফেস ব্যবহার করা যাবে। হেলথ মনিটর করার জন্য এভারেস্ট স্মার্টওয়াচে হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন মিটার, স্লিপ ট্র্যাকিং এবং রক্তচাপ পরিমাপের সুবিধাও রয়েছে। একবারের চার্জে ৩০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে থাকবে বলে দাবি করেছে ক্রসবিটস। কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ৫.৩, যা আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ফোনে ব্যবহার করা যাবে। এতে থাকছে ব্লুটুথ কলিং, রিমোট ক্যামেরা ও মিউজিক কন্ট্রোলো মতো ফিচার। ক্রসবিটস এভারেস্ট স্মার্টওয়াচটির দাম রাখা হয়েছে ১ হাজার ৯৯৯ রুপি বা ২৪ ডলার। ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন ও ফ্লিপকার্টসহ ক্রসবিটসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে স্মার্টওয়াচটি। খবর গিজমোচায়না।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়