প্রতিদিনের ডেস্ক
নির্দিষ্ট চরিত্রে নিজেকে আটকে রাখতে চান না নায়িকা সোনাক্ষী সিনহা। অবশেষে এই বলিউড অভিনেত্রীর সেই চাওয়া পূরণ হতে চলেছে। প্রযোজক বিশাল রানা ও পরিচালক করণ রাওয়ালের হাত ধরে তিনি পর্দায় আসছেন নতুন এক সোনাক্ষী হয়ে। জানা গেছে, সিনেমার নাম চূড়ান্ত না হলেও সোনাক্ষীর অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক ও পরিচালক দুজনেই। অন্যদিকে অভিনেত্রী নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি সবাইকে জানিয়ে দিয়েছেন। নতুন সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে রোমান্টিক থ্রিলার গল্প নিয়ে। বলিউডে আগেও বহু সিনেমায় উঠে এসেছে থ্রিলার কাহিনি। কিন্তু সেসব কাহিনি থেকে আর আলাদা কিছু তুলে ধরার প্রয়াসেই তাদের এই আয়োজন। এদিকে অভিনয়ে নিজেকে ভেঙে নতুন সব চরিত্রে তুলে ধরা প্রসঙ্গে সোনাক্ষী বলেছেন, ‘আকিরা’র পর এমন কোনো সিনেমা হাতে আসেনি, যেখানে কোনো এক লড়াকু নারীর গল্প তুলে ধরা যায়। গল্পে শুধু নায়ক নয়, নায়িকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এমন উদাহরণ তুলে ধরার সুযোগ কমই পেয়েছেন বলে দাবি করেন নায়িকা। সোনাক্ষীর ভাষ্যে, ‘এরপরও প্রহর গুনে গেছি, কাক্সিক্ষত গল্প ও চরিত্রের জন্য। অবশেষে একটু দেরিতে হলেও সেই সুযোগ এসেছে। এখন শুধু অপেক্ষা নতুন এক সোনাক্ষীকে ক্যামেরার সামনে তুলে ধরার।’