প্রতিদিনের ডেস্ক:
ক্রস-প্লাটফর্ম কমিউনিকেশন কার্যকরে কাজ করছে মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। এর অংশ হিসেবে এবার ম্যানেজ থার্ড পার্টি চ্যাট নামের নতুন ফিচার আনা হচ্ছে। হালনাগাদ বেটা ভার্সনে এটি যুক্ত করা হয়েছে। খবর গিজমোচায়না।
প্রাথমিকভাবে ফিচারটির ব্যবহারকারীদের বিভিন্ন প্লাটফর্মে একসঙ্গে মেসেজ পাঠানো বন্ধের নিয়ন্ত্রণও দিয়ে থাকে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডিজিটাল মার্কেটস অ্যাক্টের (ডিএমএ) ৭ ধারার সঙ্গে এটি সম্পর্কিত। কেননা সেখানে তথ্য শেয়ার ও যোগাযোগের ক্ষেত্রে সামগ্রিক বিষয়ের নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতে দেয়ার কথা বলা হয়েছে। এর মাধ্যমে যেসব ব্যবহারকারী ক্রস-প্লাটফর্ম মেসেজিংয়ে আগ্রহী নয় তারা নিজেদের আলাদা রাখতে পারবে।
কোন থার্ড পার্টি অ্যাপগুলো হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত হতে পারবে, তা ফিচারের মাধ্যমে নির্ধারণ করা যাবে। এটি ব্যবহারকারীকে সবকিছু নিয়ন্ত্রণের সুবিধা দেয়ার পাশাপাশি যোগাযোগের অভিজ্ঞতা উন্নয়নে সহায়তা করবে। থার্ড পার্টি অ্যাপের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের মাধ্যমে মূলত ব্যবহারকারীরা অপ্রয়োজনীয় বা অনাকাঙ্ক্ষিত মেসেজিং থেকে সুরক্ষিত থাকতে পারবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা।