ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলার সদর উপজেলার মধুপুর এলাকা থেকে ফেনসিডিলসহ রমজান হোসেন দেওয়ান (৩০), নজর হোসেন (২৫) ও জুবায়ের হোসেন জুয়েল নামে ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬। শনিবার (০৯ মার্চ) ভোরে তাদের আটক করা হয়। এ সময় সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের একটি গাড়ি জব্দ করা হয়। গাড়িটি বিভাগের বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প ও রক্ষণাবেক্ষণ অধিশাখার যুগ্ম সচিব মেরীনা নাজনীন প্রকল্পের কাজে ব্যবহার করেন। আটকরা হলেন- গাড়িচালক ঢাকার তেজগাঁও কুনিপাড়া এলাকার শাহাজাদা ফিরোজের ছেলে রমজান হোসেন দেওয়ান, বড়গুনা জেলার আমতলী উপজেলার গোডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের হোসেন জুয়েল ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শেনেরহুদা গ্রামে মাহাতাব উদ্দিনের ছেলে নজর হোসেন।
ঝিনাইদহ র্যাব-৬, সিপিসি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহম্মেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন চুয়াডাঙ্গা থেকে ঢাকায় ফেনসিডিল পাচার হচ্ছে। এমন খবরের ভিত্তিতে শনিবার ভোরে সদর উপজেলার মধুপুরে চেকপোস্ট বসায় র্যাব। এ সময় সন্দেহ হলে একটি পাজেরো গাড়ির গতিরোধ করে তল্লাশি করলে পাওয়া যায় ১৫০ বোতল ফেনসিডিল। সেখান থেকে তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গাড়ির ব্যাপারে যুগ্ম সচিব মেরীনা নাজনীন বলেন, গাড়িটি মাঝে-মধ্যে ব্যবহার করি। আমাদের একটি কাজে খাগড়াছড়ি যাওয়ার কথা ছিল। সেই সুযোগে ড্রাইভার এই কাজটি করেছেন। এটা আমার অফিসিয়াল কোনো বক্তব্য না। আপনারা বিষয়টি জানতে চাইলেন তার জন্য বললাম।

