প্রতিদিনের ডেস্ক
টেস্ট ক্রিকেটে ব্যাক টু ব্যাক ডাবল-সেঞ্চুরি হাঁকিয়ে আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় তরুণ ব্যাটার যসস্বি জয়সওয়াল। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও শ্রীলঙ্কার ব্যাটার পাথুম নিশাঙ্কাকে টপকে মাসসেরা ক্রিকেটার হয়েছেন তিনি। গেল ফেব্রুয়ারি মাসে ব্যাট হাতে তারকার মতোই উজ্জ্বল ছিলেন জয়সওয়াল। এই মাসে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ৩ টেস্ট ম্যাচে ১১২ গড়ে ৫৬০ রান করেছেন তিনি। এর মধ্যে দুটি ডাবল সেঞ্চুরি রয়েছে তার। ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে ডাবল-সেঞ্চুরি হাঁকিয়েছেন জয়সওয়াল। বিশাখাপত্তনমে ওই ম্যাচে বেন স্টোকসের দলকে ১০৬ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরিয়ে আনে স্বাগতিক ভারত। এরপর রাজকোটে তৃতীয় টেস্ট ম্যাচে ফের ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডবুকে নাম লেখেন জয়সওয়াল। ওই ম্যাচে ২১৪ রানের ইনিংসে ১২টি ছক্কা হাঁকান তিনি। যা ভারতীয় ক্রিকেটারদের টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড। চতুর্থ টেস্টে রাঁচিতে আর একটি ফিফটি হাঁকান জয়সওয়াল। এক সিরিজে দারুণ সব ইনিংসে খেলে আইসিসির ব্যাটিং র্যাংকিংয়েও বড় লাফ দেন তিনি। সিরিজ শুরুর আগে র্যাংকিংয়ে জয়সওয়ালের অবস্থান ছিল ৬৯তম। আর সিরিজ শেষে এক লাফে সেরা ১০ ব্যাটারের তালিকায় চলে এসেছেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় ক্রিকেটার হিসেবে মাসসেরার পুরস্কার জিতেছিলেন শুবমান গিল। এর ৪ মাস পর ফের মাসসেরা ক্রিকেটার পেলো ভারত। অপরদিকে নারী ক্রিকেটে এই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানামেল সুদারল্যান্ড।