২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

এআই চ্যাটবট হয়ে ফিরলেন মেরিলিন মনরো!

প্রতিদিনের ডেস্ক:
এবার এআই চ্যাটবট হয়ে ফিরলেন জনপ্রিয় প্রয়াত মার্কিন অভিনেত্রী, মডেল ও গায়িকা মেরিলিন মনরো।
শুক্রবার সিডনির ‘এসএক্সএসডব্লিউ’ চলচ্চিত্র উৎসবে মার্কিন ব্র্যান্ড ব্যবস্থাপনা কোম্পানি ‘অথেনটিক ব্র্যান্ডস গ্রুপ (এবিজি)’র সঙ্গে যৌথভাবে মেরিলিনের বট সংস্করণের প্রথম ঝলক দেখায় নিজেদেরকে ‘বায়োলজিকাল এআই-পাওয়ার্ড ডিজিটাল পিপল’ হিসেবে পরিচয় দেওয়া কোম্পানিটি।মনরো’র পাশাপাশি প্রয়াত পপ কিংবদন্তী এলভিস ও সাবেক বাস্কেটবল তারকা শাকিল ও’নিল ‘শ্যাক’সহ অনেক তারকারই ডিজিটাল স্বত্ব রয়েছে ‘এবিজি’র কাছে।
সোল মেশিনস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০ মিনিটের মতো কথোপকথন চালিয়ে যেতে পারে মেরিলিনের এই বট সংস্করণ। তাদের দাবি, মানুষের মতো করেই স্বয়ংক্রিয়ভাবে এই ডিজিটাল মনরোও আলাপ করতে পারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়