প্রতিদিনের ডেস্ক:
সংগীতশিল্পী নওশীন মনযূর এ-খুদা এক ডজন নতুন গান নিয়ে ব্যস্ত রয়েছেন। গানগুলোর মধ্যে আছে আধুনিক, ফোক, রোমান্টিক, দেশাত্মবোধক ও বৈশাখের গান। তাজুল ইসলামের কথা ও সুরে গানগুলোর সংগীতায়োজন করেছেন বাংলাদেশ ও ভারতের গুণী সংগীত পরিচালকরা। খুব শিগগিরই গানগুলো পর্যায়ক্রমে প্রকাশ পাবে দুই বাংলার একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। সেই সঙ্গে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল নওশীন মনযূর এ প্রকাশ পাবে একাধিক গান।